নতুন শুরুর আশায় মাঠে নামছে স্পেন

 


বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় সুইডেনের মুখোমুখি হবে দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২০১২ সালে ইউরো জয়ের পর আন্তর্জাতিক ফুটবলে বলার মতো তেমন কোনো সাফল্য নেই স্পেনের।

টানা তিনটি বড় টুর্নামেন্টে পরাজয়ের পর নতুন যুগের সূচনার আশায় এবারের ইউরোয় তারুণ্যে আস্থা রেখেছেন স্পেন কোচ লুইস এনরিকে। সেভিয়ায় সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘নতুন স্পেনের’ যাত্রা শুরু হচ্ছে আজ।

২০১২ ইউরোজয়ী দলের একমাত্র সদস্য জর্দি আলবা আজ মাঠে নামবেন। দলের আর কেউ আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জেতেননি। সিনিয়রদের মধ্যে ইউরো দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক সের্হিও রামোসের। তার পরিবর্তে যাকে অধিনায়ক করা হয়েছিল সেই সের্হিও বুসকেতস করোনা পজিটিভ হয়ে মাঠের বাইরে। দিয়েগো লরেন্তেও করোনা আক্রান্ত। করোনায় কাবু স্পেনের ইউরো প্রস্তুতিতে খামতি রয়ে গেছে।

অন্যদিকে সুইডেন দলে নেই বহু যুদ্ধের নায়ক জ্‌লাটান ইব্রাহিমোভিচ। ৩৯ বয়সেও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলছেন, অথচ জাতীয় দলে তাকে আর নেওয়া হয় না। সুইডেনে একমাত্র চেনা ফুটবলার ম্যান ইউ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ। স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে সুইডিশরা কতটা টক্কর দিতে পারে সেটাই দেখার।

স/এআর