সোমবার , ২ জানুয়ারি ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নতুন বছর, নতুন মিসবাহ

Paris
জানুয়ারি ২, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে অবসরের সব সম্ভাবনা উড়িয়ে দিলেন পাকিস্তানের দীর্ঘসময়ের অধিনায়ক মিসবাহ উল হক।

বক্সিং ডে টেস্টে অজিদের কাছে ইনিংস ও ১৮ রানের ব্যবধানে হারের লজ্জা পাওয়ার পর মিসবাহ আভাস দেন শিগগিরই ক্রিকেটকে বিদায় বলে দেবেন। যদিও শেষ টেস্টেই তার ছিল পুরো মনোযোগ।

তবে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে টানা পাঁচ টেস্ট হারের পর নতুন ম্যাচ শুরুর আগে অন্য এক মিসবাহ। সংবাদ সম্মেলনে মজা করে বলেছেন তিনি, ‘ওটা ছিল ২০১৬, ওটা শেষ। এখন ২০১৭। এখন অবসরের চিন্তা আমার মন থেকে একেবারে চলে গেছে।’

তৃতীয় টেস্টের ভালোর জন্য মন পাল্টেছে জানান মিসবাহ, ‘ওই সময়ের কথা নিয়ে আমি যদি চিন্তা করি তাহলে এখানে এ ম্যাচ (সিডনি টেস্ট) খেলা খুব কঠিন হবে। সিরিজের প্রথম ম্যাচ হিসেবে এ ম্যাচকে দেখতে হবে আমাদের এবং শেষ হিসেবেও।’ আগের সব হতাশা ভুলে গেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ‘আমাদের গত ৪ থেকে ৫ টেস্টের কথা আমি ভুলে গেছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনের ম্যাচে।’

কখনও টানা ছয় টেস্ট হারেনি পাকিস্তান। এবার সেই লজ্জা এড়ানোর লক্ষ্য তাদের। নতুন করেই তাই শুরু করতে চান মিসবাহ। আর মেলবোর্নে অবিশ্বাস্য পরাজয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়ে তিনি বলেছেন, ‘ওই সংবাদ সম্মেলনের (এমসিজিতে) পর ওই মুহূর্তে আমি যেটা বলেছিলাম সেগুলো এসেছিল অনেক কষ্ট  ও হতাশা থেকে। আমি মনে করি না এটা আমার শেষ হতে যাচ্ছে। কোনও যদি কিন্তু নেই। আমি পুরো মনোযোগী এবং অবশ্যই দলকে নেতৃত্ব দিয়ে যেতে উন্মুখ হয়ে আছি।’

নিজের ফর্ম নিয়ে মিসবাহর বিশ্বাস শিগগিরই ঘুরে দাঁড়াবেন, ‘সত্যি বলছি এটা যে কারও ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের যে কোনও পর্যায়ে। এখনও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, দলের জন্য রান করে অবদান রাখার সামর্থ্য আছে। ক্রিকেট এমনই, বিশেষ করে ব্যাটিং বিভাগে। মাঝেমধ্যে আপনি ভালো খেলছেন তো আবার খারাপ খেলছেন। হঠাৎ করে একটি ভালো ইনিংস খেলে ফিরে আসা যায়। প্রায় ২০ বছর ধরে ক্রিকেট খেলায় বুঝতে পারি এমনটা ঘটতে পারে।’

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - খেলা