নতুন বছরে নতুন কোচের অধীনে নতুন চেহারায় আর্সেনাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেষ ১৫ ম্যাচে মাত্র একটা জয় পাওয়া আর্সেনালকে নতুন বছরের দ্বিতীয় রাতে দেখা গেল নতুন চেহারায়। বলতে গেলে চলতি মৌসুমের সেরা ম্যাচটা খেলেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তুলে নিয়েছে ক্লিনশিট জয়। নতুন কোচ মিকেল আর্টেটার অধীনে তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল গার্নাররা। সেই সাথে নতুনভাবে ফেরার গল্পটা ভালোভাবেই লিখলো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দলটি।

এর আগে ১৯৭৭ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন ছিল আর্সেনাল। এবার নয় ম্যাচ জয়হীন আর্সেনাল ছিলো লজ্জ্বার রেকর্ডের মুখে। দলের বাজে পারফরমেন্সের কারণে বরখাস্ত হন কোচ উনাই এমেরি। পরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন তার সহকারী ফ্রেডি লিউনবার্গ। লিউনবার্গের অধীনে খুব একটা ভালো পারফরমেন্সে ফিরতে না পারলেও নয় ম্যাচ পরে জয় তুলে নিয়ে লজ্জার রেকর্ড এড়াই দলটি।

গতরাতে কোচ আর্টেটার অধীনে ইউনাইটেডের বিপক্ষে এমিরেটসে দেখা মিলল ভিন্ন এক আর্সেনালের। তাদের অলরাউন্ড পারফরম্যান্সে রীতিমত ধরাশায়ী ওলে গানার সোলশারের দল। প্রথমার্ধে রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ- কোনো অংশেই ইউনাইটেডকে পাত্তা দেয়নি আর্সেনাল। লিডও আসে তাড়াতাড়িই। লেফটব্যাক সিড কোলাসিনাচের মাইনাস ভিক্টর লিন্ডেলফের পায়ে লেগে আসে নিকোলাস পেপের দিকে। ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়াকে পরাস্ত করে সহজেই বল জালে জড়ান এই আইভরি কোস্ট ফরোয়ার্ড।

এই মৌসুমের সেরা প্রথমার্ধই কাটিয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে আর্সেনাল আক্রমণে কিছুটা নিষ্প্রভ ছিলো। অবামেয়াং-লাকাজেতরা গোলের সুযোগ পাননি। রাশফোর্ড-মার্শিয়ালরা স্বরূপে ফিরলে দলকে খেলায় ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত ক্লিনশিট এবং জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল।