নতুন নির্বাচন কমিশন সাহায্য চাইলে বিবেচনা করবে ইইউ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহায়তা চাইলে সেটি তারা বিবেচনা করবে। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এ কথা জানান।

সোমবার পিয়েরে মায়াদুন নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘ইইউ দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে। ২০১৪ সালের নির্বাচনের পরে ইইউ প্রকল্পের সংখ্যা কমিয়ে দেয় এবং বর্তমানে কোনও প্রকল্প নেই।’

তিনি বলেন, ‘ যদি নতুন নির্বাচন কমিশন আন্তর্জাতিক সম্প্রদায়, দাতা সংস্থা এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কোনও নির্দিষ্ট অনুরোধ করে, তবে অবশ্যই আমরা সেটি বিবেচনা করব।’

মায়াদুন বলেন, ‘ ইইউ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত  সাত বছরে বাংলাদেশকে  ৭০০ মিলিয়ন ইউরো অনুদান হিসাবে দেবে। ইতোমধ্যে ২০১৬ সালে চারটি বৃহৎ প্রকল্পে ১২৬ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি দৃঢ় করার জন্য ইউ সবসময়ে সমর্থন দিয়ে থাকে ।’

সুশীল সমাজ ও সরকারের মধ্যে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি এনজিও-ফ্রেন্ডলি দেশ হিসেবে পরিচিত এবং আমরা আশা করি, এই পরিচয় বজায় থাকবে।’ তিনি ফরেন ডোনেশন অ্যাক্টের সাম্প্রতিক পরিবর্তনকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

এরআগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন