নতুন ডিজাইনে আসছে স্কাইপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাইক্রোসফটের জনপ্রিয় বার্তা আদান প্রদান সেবা ‘স্কাইপ’-এ আসছে নতুন ডিজাইন।

সম্প্রতি মাইক্রোসফট এক ব্লগ পোস্টে বিষয়টি জানিয়েছে। নতুন ডিজাইনে গ্রাহকরা সহজে প্রয়োজনীয় ফিচারগুলো খুঁজে পাবেন।

মোবাইল ও ডেস্কটপ উভয় সংস্করণে নতুন ডিজাইনে ছোঁয়া লাগবে বলে জানিয়েছেন স্কাইপ ও মাইক্রোসফট আউটলুকের ডিজাইন বিভাগের পরিচালক পিটার স্কিলম্যান।

তিনি বলেন,  গত বছর স্কাইপে নকশার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। এতে মূল ফিচারগুলো অনেকের ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল। তাই ডিজাইনের এই পরিবর্তন আসতে যাচ্ছে।

নতুন ডিজাইনে মোবাইল অ্যাপ ইন্টারফেইস থেকে অপ্রয়োজনীয় অপশনগুলো সরানো হবে। এছাড়া চ্যাট, কলস, কনটাক্টস ও নোটিফিকেশনস অপশনগুলো উইন্ডোয়ের একদম উপরে বামে নিয়ে যাওয়া হবে।

গেল বছর হাইলাইটস নামে একটি ফিচার যুক্ত করা হয়েছিল স্কাইপে। যা নকল করা হয়েছিল স্ন্যাপচ্যাট থেকে। কিন্তু স্কাইপে তা জনপ্রিয়তা পায়নি। তাই এটি সরিয়ে দেয়ার সিন্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

চলতি মাসের শেষ নাগাদ সব ব্যবহারকারীদের জন্য নতুন এই আপডেট আনা হবে।

দ্য ভার্জ অবলম্বনে