নতুনের আবাহনে রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

‘বিশ্বমানব হবি যাদি কায়মনের বাঙালি’ ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে রাজশাহীতে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আজ শনিবার পহেলা বৈশাখের দিন সকাল পৌনে ৯টায় দিকে রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

মঙ্গলের আগমনীবার্তা নিয়ে শুরু হয়েছে মঙ্গলের এ পদযাত্রা। এবারের শোভাযাত্রার প্রথমে রয়েছে উজ্জীবিত সূর্য; এরপর বক, মাছ, শান্তির প্রতীক পায়রা, হাতি, সাইকেল, গরু এবং পুতুল। 

শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও রয়েছেন। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শোভাযাত্রার চারপাশে দায়িত্ব পালন করছেন।  শোভাযাত্রায় অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়,  রাজশাহী কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানুষের ঢল নামে রাজশাহীজুড়ে।

স/আ