নজরুল হত্যায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালীর হরিয়ান এলাকায় নজরুল ইসলাম নামের বৃদ্ধকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত নজরুল ইসলামের ছেলে শাহিন ইসলাম বাদি হয়ে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজ সোমবার মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) হুমায়ন কবির মামলার বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে ঘটনায় নিহতের ছেলে শাহিন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন।

উল্লেখ্য, গতকাল রোবার বেলা সাড়ে ১১ টার দিকে হরিয়ানের নিজ বাড়িতে নজরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধ মৃত হয়দার আলীর ছেলে নজরুল ইসলাম (৭৫)। তিনি রাজশাহী হরিয়ান সুগার মিলের ব্রয়লার সেকশনে কাজ করতেন। তিনি প্রায় ১৫ বছর আগে চাকরি থেকে অবসরে জান।

নজরুল ইসলামের দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। মেয়ে পাশের এলাকায় বিয়ে হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে তার মেয়ে নূরজাহান তার মাকে নিয়ে ডাক্তারের কাছে আসেন। দুপুরে বাড়ি ফিরে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখেন মেঝেতে গলা কাটা অবস্থায় তাল লাশ পরে আছে। পরে তারা চিৎকার করলে আশেপাশের লোকজন আসেন। পরে  থানায় খবর দিলে পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে।

নিহত বৃদ্ধের মেয়ে নূরজাহান সিল্কসিটি নিউজকে গতকাল রোববার জানিয়েছিন, সকালে ডাক্তারের কাছে গিয়ে ছিলোম। দুপুরে এসে দেখি বাবা গলা কাটা অবস্থায় পরে আছে। কিছু বুঝতে পারছিনা। কিভাবে এ ঘটনা ঘটলো।

 

স/আ