নগরীর ১৭ জনসহ জেলায় মোট ২২ জনের করোনা শনাক্ত রামেক ল্যাবে

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি করোনা ল্যাবে ২৪ ঘন্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করে করা হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীর ১৭ জনসহ জেলায় মোট ২২ জনের করোনা শনাক্ত হয়েছে জেলায়। অন্য ৫ জন তানোরের বাসিন্দা। এছাড়াও পাবনায় ৮ জন ও নাটোরের আটজন করোনা শনাক্ত হয়েছে আজ বৃহস্পতিবার।
এদিকে রাজশাহীতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৯ জন। এর মধ্যে নগরীরই হলেন ২৫০ জন। ফলে জেলার মধ্যে অর্ধেকেরও বেশি নগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে আজ তানোরের নতুন ৫জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
রাজশাহীর আক্রান্তরা হলেন, নগরীর লিটন (৩০), তোফাজ্জল হোসেন (৩০), শুভো (২১), সাব্বির আহমেদ (২৮), সাইদ মাহমুদ (৫৪), সুজন মিয়া (৩০), আশরাফ (৩৮), মুন্নাফ (২৪), নগরীর আবু হেনা মোস্তফা (৬০), নাটোর সদর এলাকার জাহিদুল ইসলাম (৫৩), জাহাঙ্গীর আলম (৫৪), রাজশাহী নগরীর পলাশ (২০), মাহফুজুর (২১), রবিউল (৪), শহিদুল্লাহ (২৭), আনোয়ার হোসেন (৪৪), জাহানারা (৫৬), মোহাদ্দেসুল আলম (২৪), শারমিন (২২), তানোরের রাকিব হাসান (৩৫), সুশান্ত কুমার (৩৪), মোবারক (৪৯), আব্দুর রাজ্জাক (৩৬), এএইচএম ফেরদৌস (৩৮), নাটোরের সিংড়ার সুমন (৪০), জোবায়ের (৭০), নিসাত (২৫), মনোয়ার হোসেন (৩৬), ওসমান আলী (৩৫), নাটোর সদর এলাকার শাহীন আলী (১৮), পাবনার আটঘোরিয়ার বাসেদ (৫৩), সদরের আরিফুল (৩৫), নজরুল ইসলাম (৩৯) ও সাইফুল (২৬), সুজানগরের রোকশানা (২৫) রাশেল (৩৮), হাবিবুল্লাহ (৮) ও রাবেয়া (৪৫)।
স/আর