নগরীতে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ২০০ লিটার চোলাইমদসহ পাওয়ার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. বাবুল বাবু (৪৮) রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি কুঠিপাড়ার মৃত শুকচাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,

আজ ২৮ জুলাই সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. মশিয়ার রহমান, এসআই মো. নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক মো. বাবুলকে তার বাড়ি হতে আটক করে এবং তার বাড়ি হতে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জি/আর