নগরীতে লোকনাথ স্কুলের জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

হলি আর্টিজান রেস্টুরেন্টে রক্তাক্ত হত্যাকাণ্ড ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলাসহ সারাদেশের জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী নৃশংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়।

 

বুধবার বেলা পৌনে ১১ টায় রাজশাহী কলেজ সংলগ্ন রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

 

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান।

 

আরো উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আমিরুল ইসলাম, এনামুল হক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

2

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদকে কোনভাবেই ঠাই দেয়া যাবে না। যারা এসব জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনভাবে শাস্তি দিতে হবে যেন আর কোন সন্ত্রাস বা জঙ্গি এ দেশের কিবা বাইরের কোন অতিথিদের হত্যাকরার চেষ্টা পর্যন্ত না করে।

 

তারা আরো বলেন, এরা সাধারণ শিক্ষার্থীদের টার্গেট করে তাদের জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে। তাই শিক্ষার্থীদের সচেতন হয়ে জঙ্গিদমনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কোন শিক্ষার্থী যেন অসৎ সঙ্গে না জড়িয়ে পড়তে পারে সে জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

স/শ