নগরীতে মাস্ক বিতরণ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসচেতনা ও মাস্ক বিতরণ এবং অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার মতিহার বিভাগে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। সকালে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে বিনোদপুর, কাটাখালি বাজার ও বাজারের আশপাশ এলাকায় অবস্থিত মহল্লা, বিপণী বিতারণসহ মার্কেটের জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
বিনোদপুরে মাস্কবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএমপি উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ছাত্রলীগ নেতা অনিক মো. বনি ও মো. বকুল। অন্যদিকে, কাটাখালির মাহেন্দ্রা বাইপাস মোড়ে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে একটি ফলজ বৃক্ষ রোপন করা হয়। ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ওই এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় মানুষ স্বস্তি প্রকাশ করেন। পুলিশ জানায়, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি পুলিশ ক্যাম্পটি স্থায়ী পুলিশ ক্যাম্প করার দাবির প্রেক্ষিতে পুলিশ কমিশনার অস্থায়ী পুলিশ ক্যাম্পটিকে স্থায়ীক্যাম্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভূষন ব্যানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) একরামুল হক, পিপিএম, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান, কাটাখালী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স/রি