নগরীতে ‘আমাদের পাঠশালা’ তরুণ সংঘের উদ্যোগে রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

গণসচেতনতা প্রসারে উপলক্ষে ‘আমাদের পাঠশালা’ তরুণ সংঘের উদ্যোগে রক্তদান ও বিনামূল্য গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এর পিছনে মাঠে এ কর্মসূচি পালিত হয়।

‘আমাদের পাঠশালা’ তরুণ সংঘের সভাপতি রাহাদ হোসেনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সামাজিক সংগঠনের উপদেষ্টা সম্রাট রায়হান।

সংগঠনের সভাপতি রাহাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শহীদদের স্বরণে আমরা দেশকে সবসময় ভালোবাসা উৎসাহ প্রদান করি। মাদক ও সমাজবিরোধী কাজ থেকে বিরত থেকে সমাজকে ‘আমাদের পাঠশালা’ তরুণ সংঘ কিছু উপহার দিতে চাই। এজন্য তিনি সকলের সার্বিক সহায়তা কামনা চেয়েছেন। সকাল থেকে শুরু হওয়া এই রক্তদান কর্মসূচি বিকেল চারটায় শেষ হয়।

রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সহায়তা করেন, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী টমাস ও রায়হান। সহযোগিতা করেন- সংগঠনের সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মামুন।

স/অ