নওগাঁয় মেজর নাজমুল হকের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি 

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর শহীদ নাজমুল হকের ৮১তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে মেজর শহীদ নাজমুল হকের স্মৃতিস্তম্ভের পাশের এক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
এসময় একুশে পরিষদের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিগণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর স্তম্ভের সামনে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারি, সাধারন সম্পাদক এমএম রাসেল, বিনআলী পিন্টু, বিষ্ণু কুমার দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শহীদ নাজমুল হক মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন। ১৯৩৮ সালের ১ আগস্ট চট্টগ্রামের লোহাগড়া থানার অন্তর্গত  আমিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
তাঁর পিতা মরহুম এডভোকেট হাফেজ আহমেদ, এমএবিএল তৎকালীন জেলা লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন। মাতা জয়নাব বেগম ছিলেন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে নাজমুল হক ছিলেন দ্বিতীয়।
৭ নম্বর সেক্টরে কমান্ডারের দ্বায়িত্ব পালনকালে ১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর মিত্রবাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় অকাল মৃত্যুতে প্রাণ হারান।
স/শা