নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে এক ছাত্রের মৃত্যু, আহত আরেক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা দোসূতী মাদ্রাসার শিক্ষকের বেধড়ক পিটুনিতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শ্রেনীর ফয়সাল হোসেন নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনায় ম্রাদাসার সুপার বিন-ইয়া আমিনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১ টায় দোসূতী মাদ্রায় সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে চিঠি দেয়ার অপরাধে সুপার বিন-ইয়া আমিন, সহকারী শিক্ষক হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক ওই মাদ্রাসার সপ্তম শিক্ষার্থী জয়নাল আবেদীন ও ফয়সাল হোসেনকে আমের ডাল দিয়ে বেধরক পিটুনী দেয়। পিটুনীতে শিক্ষার্থী দুই জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জয়নাল আবেদীনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মান্দা থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, নিহত ছাত্রের মৃতদেহটি পোষ্ট মর্টেমের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মাদ্রাসার সুপার বিন-ইয়া আমিনকে আটক করা হয়েছে। অপর দুই শিক্ষককে আটকের চেষ্টা চলছে।

স/অ