নওগাঁয় মাদকদ্রব্য পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ পালিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বুধবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সরকারী কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ অফিসের সহকারী উপ-পরিচালক এ.কে.এম দিদারুল আলম প্রমুখ বক্তব্য দেন। এসময় বক্তরা মাদকের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করে।

স/শা