মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মষ্কিপুর পাগলার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন (৩২) উপজেলার লালপাড়া গ্ৰামের জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নিহত রিপন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে একটি খালি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট প্রস্তুত করে। পরে লাশটি উদ্ধার পূর্বক পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জি/আর

সর্বশেষ - সব খবর