নওগাঁয় ক্রেতারুপে প্রতারক নিয়ে গেল ৪৫ কেজি ইলিশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় অভিনব উপায়ে ইলিশ মাছ চুরি করে পালিয়েছে প্রতারক। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ মাছ বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ বাজারে মাছ ব্যবসায়ী দিপেন চন্দ্র সরকারের নিকট ইলিশ মাছ কিনতে যায় ওই প্রতারক। দাম দর করে ৭০০ টাকা কেজি দরে ৪৫ কেজি ইলিশ মাছ কেনে। এরপর দাম পরিশোধের সময় বলে যে তার বাড়ী পার্শ্ববর্তী সান্তাহার শহরে। সে একসঙ্গে এতোগুলো টাকা আনা নিরাপদ মনে না করায় মাছগুলো তার বাড়ী নিয়ে গিয়ে মাছের দাম ৩২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে চায়। এই অজুহাতে সে মাছ ব্যবসায়ী মাছ দিপেন চন্দ্র সরকারের নিকট একজন বিশ্বস্ত লোক চায়।

দিপেন স্বাধীন নামে তার বিশ্বস্ত একজন সহকারীকে ক্রেতার মোটর সাইকেলে মাছ সহ সান্তাহারে পাঠান। এরপর ক্রেতারুপি ওই প্রতারক মাছ নিয়ে নওগাঁ থেকে ৫ কিলোমিটার দুরে সান্তাহার শহরের মাছ বাজারের কাছে গিয়ে স্বাধীনকে মোটর সাইকেল থেকে নামতে বলে। এরপর বাড়ী থেকে টাকা এনে দিচ্ছি বলে চলে গিয়ে আর ফিরে আসেনি ওই প্রতারক। এই ঘটনায় নওগাঁ বাজারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স/শ