নওগাঁয় আশা’র টার্কি খামারীদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় আশা’র টার্কি খামারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী আশা নওগাঁর আয়োজনে সোমবার নওগাঁ জেলা প্রাণীসম্পদ অফিস হলরুমে অনুষ্ঠিত ৩০জন টার্কি খামারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন আশার আঞ্চিক ব্যবস্থাপক নওগাঁ আবুল কালাম আজাদ, জেলা ব্যবস্থাপক মামনুর রশিদ, জেলা সদর শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান।

আশার আরএম(এগ্রিঃ) সাইফ উদ্দীনের সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন অতিঃ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শামীম নাহার ও ভিএস নওগাঁ সদর ডাঃ রায়হান নবী।

 

স/আ