নওগাঁয় আশা’র টার্কি খামারীদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় আশা’র এগ্রীবিজনেজ ডেভলপমেন্ট প্রকল্পের ৩০ জন খামারী নিয়ে টার্কি পালন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক ও আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে টার্কি খামার প্রস্তুত, ব্যবস্থাপনা, খাবার ও খাদ্য প্রস্তুত প্রণালী, রোগ প্রতিরোধ ও উত্তম টার্কি পালন বিষয়ে প্রকল্পের সদস্যদের অংশগ্রহণে জেলা প্রাণী সম্পদ হল রুমে রবিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস।

নওগাঁ ডিস্ট্রিকট ম্যানেজার মামনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, অতিঃ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শারমিন নাহার ও ডাঃ হেলাল উদ্দিন খান, আশা নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল কালাম আজাদ।

আরএম (এগ্রী) সাইফ উদ্দিনের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর-১ ব্রাঞ্চের ম্যানেজার আলমগীর আখতার, ব্রাঞ্চ ম্যানেজার জিয়ানুর রহমান, কম্পিউটার ইঞ্জিনিয়ার মো: মৌসূন্দ প্রমুখ।

স/অ