নওগাঁয় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ কমিটি এই কর্মসূচীর আয়োজন করে। দিবসের এবারের বিষয় ছিল “নদী মায়ের মতই, জন্মদাত্রী ও পালনকারী”।

এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪টায় টায় নওগাঁ শহরের ছোটযমুনা নদীর উপর অবস্থিত লিটন সেতুর পাশের্^ একটি মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি প্রফেসর মর্তুজা রেজা।

প্রায় ঘন্টাকালব্যাপী মানববন্ধন চলাকালে নদীর বর্তমান অবস্থা এবং নদী রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বাপা’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, এ্যাড. মহসীন রেজা, নাইস পারভীন, জীবন নাহার এবং বিন আলী পিন্টু।

পরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন কওে তাজের মোড় শহিদমিনারে এসে শেষ হয়।
স/শ