নওগাঁর নিয়ামতপুরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দুদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এবারে বিজ্ঞান মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধায় সম্পদ, বিজ্ঞান ও প্রক্তুক্তিই ভবিষ্যৎ।

সোমবার বেলা ১টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোনায়ারা বেগম, অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বিজ্ঞান মেলায় এবারে ২৩টি প্রতিষ্ঠান ষ্টল বসেছে। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক বির্তক ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগীতা।
স/শ