ধূমপান ছাড়াবে অ্যাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ধূমপান ছাড়ার জন্য অনেকেই প্রতিনিয়ত চেষ্টা করেন। কিন্তু তাদের চেষ্টা বেশিরভাগ সময় কাজে আসে না। দুই একদিন বিরতির পর আবারও শুরু করেন।

ধূমপানের ভয়াবহতা থেকে তাহলে কি মুক্তির পথ বন্ধ? না, এবার ডিজিটাল উপায়ে ‌বিষপান থেকে মুক্তির চমৎকার পথ খুলে দিচ্ছেন কয়েকজন প্রযুক্তিবিদ।

কারন তাদের তৈরি করা মোবাইল অ্যাপই ধূমপান ছাড়াবে। বলা যেতে পারে, ধূমপায়ীকে এই খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে বাধ্য করবে।

ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি খড়গপুরের (আইআইটি কেজিপি) প্রযুক্তিবিদরা অ্যাপটি তৈরি করেছেন।

নির্মাতারা বলছেন, মূলত হাতের রিস্ট ব্যান্ডের সঙ্গে অ্যাপটির সংযোগ থাকবে। যা হাতের নড়াচড়ায় নজরদারি চালাবে।

সিগারেট ধরালেই তার স্বজন, বন্ধু বা চিকিৎসকের কাছে বার্তা পৌঁছে যাবে। আর তারাই ধূমপান থেকে বিরত থাকতে সতর্ক বা বাধ্য করবে।

আইআইটি কেজিপির সহযোগিতায় বিশেষ অ্যাপটি নিয়ে এখন নিবিড়ভাবে কাজ করছেন রাজেন্দ্র মিশ্র স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক রাম বাবু রায় ও তার সহযোগীরা।

তারা বলছেন, শুধু ধূমপান রোধেই নয়, জীবন যাপনের ধরণ বদলাতেও অ্যাপটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

রাম বাবু রায় বলেন, কেউ হাতে সিগারেট নিলেই বন্ধু, স্বজন বা চিকিৎসকের কাছে মেসেজ বা ফোন কল যাবে। তারাই ধূমপায়ীকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন।

তিনি আরও বলেন, ধূমপান ছাড়ানোর জন্য বিশ্বে এটিই হবে প্রথম অ্যাপ। অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপটি আগামী ছয় মাসের মধ্যে পুরোপুরি তৈরি হবে।

রাম বাবু রায় জানান, বিনামুল্যে নয়, প্লে স্টোর থেকে অ্যাপটি কিনতে হবে। তবে দাম সাধ্যের মধ্যেই থাকবে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে