ধারাভাষ্য দিতে এসে কোচ হয়ে গেলেন গিবস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ধারাভাষ্যকারের ভূমিকা পালন করার জন্য শ্রীলঙ্কায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। কিন্তু শ্রীলঙ্কা পৌঁছানোর পরেই বদলে গেল গিবসের ভূমিকা। মাইক্রোফোন হাতে আর বসতে হচ্ছে না এই মারকুটে ব্যাটসম্যানকে। কারণ টুর্নামেন্টের দল কলম্বো কিংস গিবসকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে দিয়েছে।

কলম্বো কিংসের ভূমিকায় থাকা কবির আলি করোনায় আক্রান্ত হওয়ায় গিবসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেক বেগ পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। একেরপর এক সূচি পরিবর্তন করতে হয়েছে। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা করা হয়েছে। ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।

 

সূত্র: কালেরকন্ঠ