জেলা পরিষদ নির্বাচন

ধামইরহাট এলাকা থেকে সদস্য পদে পুনরায় মো. নুরুজ্জামান নির্বাচিত

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে ৫ নম্বর সাধারণ ওয়ার্ড ধামইরহাট এলাকা থেকে সদস্য পদে মো. নুরুজ্জামান হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সদস্য পদে জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান হোসেন হাতি মার্কা ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম তালা মার্কা প্রতীকে ৫৭ ভোট পেয়েছেন। এছাড়াও ২ নম্বর সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে হরিণ মার্কা আনজুয়ারা বেগম ৪৭,বই মার্কা নিলু আকতার ৩৭, টেবিল ঘড়ি মার্কা ফাতেমা জিন্নাহ ২৭, ছালেমা খাতুন মাইক মার্কা ৬ এবং ফুটবল মার্কা সাবিনা বেগম ১ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভোট ১১৯ ভোটের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংরক্ষিত আসনে ধামইরহাট,পত্নীতলা ও বদলগাছী এ তিন উপজেলা নিয়ে গঠিত। তিন উপজেলার প্রাপ্ত ভোটে সংরক্ষিত মহিলা আসনে ফাতেমা জিন্নাহ ঝরণা টেবিল ঘড়ি মার্কা ১১৪ ভোটে পেয়ে নির্বাাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলা বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারন্যান পদে বিনা প্রতিদ্বদ্বিতায় এডভোকেট মো. ফজলে রাব্বী বকু নির্বাচিত হন।

জি/আর