ধামইরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিস্তারিত কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ মার্চ) সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৮টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কষরত অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। সমগ্র অনুষ্ঠিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুরর রহমান,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।

এএইচ/এস