ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার ওমর আলীর (৭৫) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

বার্ধক্যজনিত কারণে গত সোমবার (২৮ মার্চ) ভোরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। ওই দিন বিকেলে আগ্রাদ্বিগুন ফুটবল মাঠে তাঁর নামাজের জানাযা শেষে সরকারি কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সম্রাট, ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ, সাবেক ডেপুটি কমান্ডার অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন, শরিফ উদ্দিন প্রমুখ।

জি/আর