ধামইরহাটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে উপজেলা সদরে র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে স্মৃতিসৌধ এলাকায় সাত দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি। পরে মেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদুজ্জামান সরকার এমপি মেলার অংশ গ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন,সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী,ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার প্রমুখ। পরে মেলা চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এএইচ/এস