নওগাঁ

ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে জনসাধারণ

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বেড়েই চলছে। বাজারে গিয়ে ক্রেতারা নাভিশ্বাস ফেলছেন। কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় ইচ্ছামতো খুচরা বিক্রেতা দাম বাড়িয়ে দিচ্ছেন। এইমূহুর্তে শক্ত হাতে বাজার মনিটরিং করতে না পারলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যেতে পারেন বলে মনে করছেন অনেকেই।

জানা গেছে, ধামইরহাট উপজেলার সর্বত্র কাঁচা মালসহ কয়েকটি পণ্য সামগ্রীর মূল্য দিন গেলে বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কোন কোন পণ্যের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শনিবার উপজেলা সদরে কাঁচা বাজারে করল্লা ১২০ টাকা, বেগুন ৩৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁয়াজ (দেশি) ৬০ টাকা ভারতের ৫০ টাকা, আদা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোয়াবিন তেল প্রতি কেজি ১৮০ টাকা, এক লিটার প্যাকেট ১৭২ টাকা, চিনি ৭৮ টাকা, আটা প্যাকেট ৩৮ টাকা, খোলা আটা ৩৫ টাকা দরে বিক্রি অব্যাহত রয়েছে। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৬শত টাকা, খাসি ৮শত টাকা, দেশি মুরগী ৪শত টাকা, সোনালী মুরগি ২৯০ টাকা, বয়লার মুরগি ১৫০ টাকা বিক্রি হয়েছে।

ধামইরহাট পৌরসভার নয়াপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, প্রতিদিন বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বেড়ে চলছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর বাজার মনিটরিং করা প্রয়োজন।

হাটনগর গ্রামের আব্দুল মজিদ বলেন, এক সপ্তাহ ধরে অধিকাংশ কাঁচা মালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নবিত্ত পরিবারগুলো বাজার করতে গিয়ে নাভিশ্বাস ছাড়ছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ বাজারে অভিযান চালানো হবে। যদি কেউ সিন্ডিকেট করে অসৎ উদ্দেশ্যে দাম বাড়িয়ে দেয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জি/আর