নওগাঁ

ধামইরহাটে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ৯টায় পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।

পরে উপজেলা সদরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেনের নেতৃত্বে এক সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জি/আর