ধামইরহাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ২২৩ শিক্ষার্থী পেল বাইসাইকেল ও উপবৃত্তি

ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ২২৩ জন শিক্ষার্থী পেল বাই সাইকেল ও উপবৃত্তি। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র-নৃগোষ্ঠির ২০ জন কে বাইসাইকেল এবং প্রথম শ্রেণী থেকে স্নাতোকোত্তর পর্যন্ত ২০৩ জনের মাঝে ৪ লাখ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে এসব শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা,ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন,একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,ধামইরহাট থানার পুলিশ পুরিদর্শক মো.মাহবুব আলম, আদিবাসী সংগঠন উপজেলা পারগানা বাইসি সেবাস্তিয়ান হেমরম,ঈশ্বর মার্ডী,রামজনম রবিদাস,জিল্লু মার্ডী,বিশ্বনাথ টুডু প্রমুখ।
স/অ