ধামইরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ মে) বিকেলে উপজেলার বিহারীনগর গ্রামে ব্রিধান ৮১ এর উপর কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধান বীজ ব্লকের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা কৃষক মো.ছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপসহকারি কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদের সঞ্চালনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মো.জাহাঙ্গীর আলম প্রামানিক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান,উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মারুফ হোসেন, মো.মাসুদ রানা,কৃষক মো.মুক্তিয়ার হোসেন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন বলেন, ব্রি ধান ৮১ জাতের ধান সরু ও লম্বা,ফলন বেশি। প্রতি শতকে এক মণ ধান উৎপাদন হয়েছে। এ জাতের ধানে রোগ তেমন হয় না এবং প্রচন্ড ঝড়,বৃষ্টি ও তুফান সহ্য করতে পারে।

স/জে