ধামইরহাটে কৃষকের বোরোধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রোপণকৃত বোরো ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট কাগজকুটা নামক মাঠে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত টুটিকাটা গ্রামের আলহাজ মহাসীন মন্ডলের ছেলে মো.আহাদুল ইসলাম চৌঘাট কাগজকুটা মাঠে দেড় একর জমিতে বোরো ধান রোপণ করেন। গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করেছে।

এ ব্যাপারে কৃষক আহাদুল ইসলাম বলেন,ওই জমি নিয়ে বীরগ্রামের জনৈক ব্যক্তির সাথে বিরোধ চলছিল।

ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান বলেন,অভিযোগের প্রেক্ষিতে কৃষি বিভাগের পক্ষ থেক ওই জমি পরিদর্শন করা হয়েছে। প্রায় এক একর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। তবে বেশি পরিমাণে পানি জমিতে দিতে পারলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ভুক্তভোগি কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য কৃষি বিভাগকে জানানো হয়েছে। এছাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে।

স/জে