ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুয়েট উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানমন্ডি ৩২-এ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রুয়েট ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল সেখ ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন । এসময় তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, সহ-সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক হোসেন, সদস্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, ইইই সহকারী অধ্যাপক মো. ইলিয়াস রহমান, রুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রকৌশলী মো. নাঈম রহমান নিবিড়, সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মাহবুর রহমান, প্রকৌশলী সাহানুর আলম, প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ জনি প্রমুখ।

জি/আর