ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষকের নগ্ন পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীর প্রতি যৌন হয়রানির প্রতিবাদে ‘নগ্ন’ পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে খালি পায়ে হাঁটা শুরু করেন। সেখান থেকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে তার পদযাত্রা শেষ হয়।
পদযাত্রায় তার সঙ্গে তিন শিক্ষার্থীও যোগ দেন। শিক্ষক ফরিদ খান বলেন, ‘আমাদের সমাজ দিনে দিনে নারীদের জন্য চরম অনিরাপদ হয়ে যাচ্ছে। সমাজে নারীদের অনিরাপত্তা কখনো ডিফল্ট অপশন হতে পারে না। এই সমাজ নিয়ে আমরা লজ্জিত। আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই। আসুন এইসব মধ্যযুগীয় বর্বরতা এই মাটি থেকে বিদায় করি। আসুন নীরবতা ভেঙে সব ধরনের ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই।’
তিনি বলেন, ‘আজকে অন্য কেউ, কাল হয়তো আমার আপনার বোন কিংবা মেয়ের ক্ষেত্রে এমনটি হতে পারে। একজন ধর্ষণকারী মানুষ না, মানুষের চেহারায় একটি পশু। আসুন এইসব পশুদের রুখে দিই, মানবতা রক্ষা করি। আমরা রিপাবলিক অব বাংলাদেশ, রেপ পাবলিক অব বাংলাদেশ নই!’
স/আ.মি