শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘দ্য অ্যাকোলাইট’ এর প্রধান চরিত্রে লি জং-জে

Paris
সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কোরিয়ান অভিনেতা লি জং-জে ‘দ্য অ্যাকোলাইট’ শিরোনামে স্টার ওয়ার্স এর স্পিন-অফ সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করছেন। নেটফ্লিক্স এর ব্যবসাসফল শো ‘স্কুইড গেমে’ অভিনয় করেছেন লি জং-জে। সেখান থেকেই বিশ্বব্যাপী পরিচিতি পান এই অভিনেতা।

‘দ্য অ্যাকোলাইট’ সিরিজটির প্রযোজনা এই বছরের শেষের দিকে লন্ডনে শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং এতে জং-জে’র ভূমিকা আপাতত গোপন রাখা হয়েছে।

kalerkantho

নেটফ্লিক্স এর হিট শো ‘রাশিয়ান ডল’ এর সহ-নির্মাতা লেসলি হেডল্যান্ডের ‘দ্য লুকাস ফিল্ম প্রজেক্ট’ এর এই সিরিজটি পরিচালনা, প্রযোজনা করবেন লেসলি নিজেই। সিরিজটির চিত্রনাট্যও তাঁর লেখা। সিরিজটি একটি রহস্য থ্রিলার যা দর্শকদের নিয়ে যাবে ছায়াময় গোপনীয়তার গ্যালাক্সিতে এবং উচ্চ প্রজাতন্ত্র যুগের শেষ দিনগুলোতে, উদীয়মান অন্ধকার শক্তির দিকে।

kalerkantho

এছাড়াও স্কুইড গেমের দ্বিতীয় সিজনেও পর্দায় আসছেন লি জং-জে। সিরিজটির নির্মাতা হোয়াং ডং-হিউক বলেছেন যে ২০২৩ বা ২০২৪ সালে দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা আছে। প্রথম সিজনের কল্যাণে ইতিমধ্যেই জং-জে প্রথম এশিয়ান অভিনেতা হিসেবে সেরা পুরুষ অভিনেতার জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন