দেড় ঘণ্টায় সাড়ে চারশ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে।

সূচকের উত্থানের সঙ্গে লেনদেনের গতিও বেশ ভালো অবস্থানে রয়েছে। দেড় ঘণ্টার মধ্যেই ডিএসইর লেনদেন প্রায় সাড়ে চারশ কোটি টাকা হয়েছে। পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এর আগে গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনের বড় উন্নতি হয়। সেই সঙ্গে বাড়ে সবকটি মূল্য সূচক। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর গড় লেনদেন প্রায় ২৮ শতাংশ বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৫৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮২৮ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বাড়ে ২৩১ কোটি এক লাখ টাকা।

অপরদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৫৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ। ডিএসইর শরিয়াহ্ সূচক বাড়ে ১১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বাড়ে ২৫ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ।

এতে ডিএসইর বাজার মূলধন বাড়ে দুই হাজার ৯৩১ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৭২ হাজার ৫৮৭ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৬৯ হাজার ৬৫৬ কোটি টাকা।

গত সপ্তাহে সূচক, লেনদেন ও বাজার মূলধনের এই উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও লেনদেনের শুরুতে শেয়ারবাাজরে উত্থানের আভাব মেলে। শেয়ারবাজারে লেনদেন চালু হতেই ডিএসইর প্রধান সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১১টা ৪০ মিনিট) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৯১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৯০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

 

সূত্রঃ জাগো নিউজ