দেশ উন্নতির দিকে যাচ্ছে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে চলেছেন। দেশ উন্নতির দিকে যাচ্ছে। গণমানুষের উন্নতি হলে দেশ উন্নত হবে।

আজ ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নীল কুঠি কাচারি বাড়ী পদ্মা শাখা নদীতে গণ আনন্দ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. আরও বলেন, জাতির জনকের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি সংগ্রামে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে এবারও জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে হবে। আনন্দঘন পরিবেশে পদ্মা নদীর দুকুল ছাপিয়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ খেলা উপভোগ করেন। বঙ্গবন্ধু এক্সপ্রেস ফাইটার, সোনার তরী, ময়ুরপক্সক্ষী বিভিন্ন নামে এরকম ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বিশ্বাস এর পরিচালনা ও নজরুল ইসলামের সভাপতিত্বে পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাহেদ পারভেজ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, এসিল্যান্ড জোবায়ের হোসেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, আমেরিকা প্রবাসী সরকারের সাবেক অতিরিক্ত সচিব সাব্বির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

স/অ