দেশে কোরবানিযোগ্য পশু এক কোটি ১৮ লাখ, আমদানি নিষেধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্থানীয় বিক্রেতাদের স্বার্থে ঈদুল আজহা পর্যন্ত দেশের বাইরে থেকে গবাদি পশুর প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া সারা দেশে এবার কোরবানিযোগ্য পশু আছে প্রায় এক কোটি ১৮ লাখ। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এসব কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। সভায় জানানো হয়, দেশ মাংস সরবরাহে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর ভারতীয় গরুর প্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে। আগে প্রতিবছর ২৪-২৫ লাখ ভারতীয় গরু এলেও ২০১৮ সালে তা দাঁড়ায় মাত্র ৯২ হাজারে।

এবার সারা দেশে কোরবানিযোগ্য গরু-মহিষ আছে ৪৫ লাখ ৮২ হাজার, ছাগল-ভেড়া ৭২ লাখ এবং অন্যান্য পশু আছে ছয় হাজার ৫৬৩টি। এবারের ঈদুল আজহায় এক কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে বলে সভায় জানানো হয়। গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৫ লাখ। আর কোরবানি হয়েছিল এক কোটি পাঁচ লাখের মতো।

সভায় আরো জানানো হয়, এবার ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ২৪টি স্থায়ী-অস্থায়ী হাটে দুটি করে ভেটেরিনারি টিম কাজ করবে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১৪টি এবং উত্তরের অধীনে ১০টি হাট বসবে।