মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশের সবচেয়ে বড় এই হাড়িতে ৭০ মণ রান্না করা যাবে

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৭ ৮:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যে দেখে সেই বলে জীবনে প্রথম দেখলাম এতো বড় ডেগ। রান্না করার পাত্র বা ডেগ যে এতো বিশাল আকৃতির হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের সব চেয়ে বড় ডেগ তৈরি হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। যাতে রান্না করা যাবে ৭০ মণ খাবার।
উপজেলার জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা আবুল কালাম আজাদ চিশতী আধ্যাত্মিক ধ্যান করার সময় এ রকম একটি ডেগ তৈরির নির্দেশনা পান। পরে ভারতের খাজা মাজার শরীফের খাদেমের নিদের্শ ক্রমে এই ডেগ তৈরি করা হয়।
জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের ওরশ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এটি বর্তমানে বাংলাদেশের সব চেয়ে বড় ডেগ। ডেগটির উচ্চতা সাড়ে ৬ ফুট । এর মুখের চারপাশের আয়তন ৬ ফিট ২ ইঞ্চি। আর মাঝামাঝি চারপাশের আয়তন ৭ ফিট।
ওরশ কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান ছিদ্দিক জানান, ডেগটা তৈরি করা হয়েছে শুধু মাত্র ওরশের সময় তবারক রান্না করতে।
জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা আবুল কালাম আজাদ চিশতী জানান, আধ্যাত্মিক ধ্যান করার সময় তিনি এ রকম একটি বড় ডেগ তৈরির নির্দেশনা পান। ইত্তেফাক

সর্বশেষ - বিচিত্র