দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী: রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। দেশের ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পায়রা বন্দর নির্মাণ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। দেশের অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(১৯ অক্টোবর) দুপুরে তোফা কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশাল আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় মেয়র আরো বলেন, যারা ২০০৫ সালে বাইতুল মোকাররমে পবিত্র কোরআন শরীফকে আগুনে পুড়িয়েছে, তারাই দুর্গাপূজায় প্রতিমা ভাংচুর করেছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না। ধর্মীয় বিষবাষ্পকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ আছি।

কর্মশালায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী বলেন, যারা এই দেশকে মনেপ্রাণে স্বীকৃতি দিতে চান না, তারাই এদেশে ধর্মের নামে সহিংসতা করছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এদেশের মানুষে তাদের প্রত্যাখান করেছে।

তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি ক্ষমতা গ্রহণের পরই মনে করেছেন, এদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাইতো নারীর ক্ষমতায়ন করেছেন। অফিস-আদালত, প্রশাসন, পুলিশ, ব্যাংকসহ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান বলে শেষ করা যাবে না। আমাদের উচিত প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অবদান মানুষের সামনে তুলে ধরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর এসপিএল, ডেপুটি চিফ অফ পার্টি লেসলি রিচার্ড।

আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওসার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডাইরেক্টও (ইলেকশন) আব্দুল আলীম প্রমুখ।

জেএ/এফ