রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেউলিয়া হচ্ছে প্রিয়াঙ্কার হবু শ্বশুরের কোম্পানি!

Paris
সেপ্টেম্বর ২, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত মাসে মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এই সুসংবাদের কিছুদিনের মাথায়ই জোনাস পরিবারের জন্য খারাপ সময় নেমে এসেছে।

নিকের বাবা পল জোনাসের আবাসন কোম্পানি ঋণে ডুবেছে। ২ লাখ ৬৮ হাজার ডলারের মামলায় কোম্পানিটি হেরে গিয়ে এখন দেউলিয়া হওয়ার উপক্রম।

পশ্চিমা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঋণ শোধের জন্য পল তার কোম্পানির বেশকিছু সম্পত্তি বিক্রি করেছেন।

তবে এখন দেখার বিষয় বাবাকে এই ঋণের হাত থেকে রক্ষা করতে তার সন্তানেরা এগিয়ে আসে কিনা।

২০১৩ সালে ব্যান্ডের দল ভাঙার পর জোনাস ব্রাদার্সরা বিশ্বব্যাপী তাদের রেকর্ড বিক্রি করেছিলো। এরপর তারা প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়িয়েছেন। একক শিল্পী হিসেবে নিকও প্রচুর অর্থের মালিক হয়েছেন।

এদিকে প্রিয়াঙ্কা প্রায় ২৮ মিলিয়ন ডলারের মালিক। কয়েকমাসের মধ্যে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - বিনোদন