দৃর্বৃত্তদের আগুনে পাবনায় গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয় পুড়ে ছাই

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লোহাগড়া বাজার সংলগ্ন চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে।
এলাকাবাসী ও সমিতির সদস্যরা জানান, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে লোহাগড়া বাজার সংলগ্ন চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে সমিতির লেন-দেনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র, টিভি, ফ্রিজ, কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে।

সমিতির সভাপতি মাসুদ রানা মুন্সি জানান, অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে। সমিতিতে প্রায় ৩ শতাধিক সদস্য বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন এবং প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলো বলে জানান তিনি। পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলিছিল।

স/শা