দুর্নীতির অভিযোগে পৌরসভার প্যানেল মেয়র বরখাস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ কলি উদ্দিন মল্লিককে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুয়ায়ী তাকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।

সূত্র জানায়, ২০১১ সালের ১৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপপরিচালক মতিউর রহমান বাদী হয়ে মিরপুর থানায় পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলা সূত্রে জানা যায়, ২০০৮-০৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে পৌরসভার ৭নং ওয়ার্ডের এনামুল তহশিলদারের বাড়ি থেকে বাবুল ডাক্তারের বাড়ি পর্যন্ত ব্যাটস দ্বারা রাস্তা মেরামত ও পৌর ভবনের ভেতরে মাটি ভরাট প্রকল্প দুটি বাস্তবায়ন না করে ভুয়া বিল উত্তোলন করেন তারা।

ওই কাজের মিথ্যা ব্যয় বিল পরিমাপ ও সমাপ্তি প্রতিবেদন ছাড়াই সোনালী ব্যাংক মিরপুর শাখা হিসাব নং ৮০৩ হতে ২০০৯ সালের ১৭ ও ২৪ ফেব্রুয়ারি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আব্দুল গাফফার তদন্ত করে ২০১৪ সালের ২৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

 

 
সূত্র: রাইজিংবিডি