দুর্গাপুরে শেখ জামাল স্মৃতি ফুটবল টুৃর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে শেখ জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ ফইনাল খেলায় অংশগ্রহণ করে সুচারণ ফুটবল দল ও কাঠালবাড়িয়া ফুটবল দল। খেলায় ১-০ গোলে কাঠালবাড়িয়া ফুটবল দল জয়লাভ করে। পরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্রীড়ার উন্নয়নে ব্যাপক উন্নয়ন করেছে। খেলাধুলাকে সরকার তৃণমুল পর্যায়ে পৌঁছে দিয়েছে। বর্তমান যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই প্রত্যেককে সুস্থ সবল থাকতে হলে শারীরিক চর্চা করতে হবে। তাহলেই দেহমন সুস্থ থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, সদস্য গোলাম ফারুক, সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একেএম শামসুল ইসলাম, যগ্ম সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাখওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভপতি শফিকুল আলম মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ প্রমুখ।

পরে এমপি আব্দুল ওয়াদুদ দারা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি হাজার হাজার দর্শকদের সাথে কুশল বিনিময় করেন।
স/শ