দুর্গাপুরে যাথাযথ মর্যাদায় মহান বিজয় দিবন উদযাপন

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আতœার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ র্মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, সরকারি  ও  বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনর।

 

পরে সকাল ৯টায় দুর্গাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, অনছার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষাথীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য ও খাদ্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি সরকার।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রুহুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা বিমল কুমার,পুঠিয়া লশকরপুর কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম।

 

মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংঘতি পরিষদের সভাপতি আওম নূরুল আলম হিরু মাস্টার,পৌর আলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেষে সন্ধ্যায় উপজেলা চত্বরে বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।

স/আর