দুর্গাপুরে মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। সর্বাত্মক লকডাউনে কিছু ব্যতিক্রমি পদক্ষেপ নিতে দেখা গেছে দুর্গাপুর থানা পুলিশকে। সারা দেশের অংশ হিসেবে দুর্গাপুরে যারা স্বাস্থ্যবিধি মানেননি, মাস্ক না পরে বাইরে বের হয়েছেন তাদের শাস্তি হিসেবে ৮/১০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছেন দুর্গাপুর থানা পুলিশ। এদিকে এমন উদ্যোগ গ্রহণে পুলিশ বাহিনীকে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর বাজারে বিভিন্ন স্থানে  মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের নিরাপদ দূরত্বে মাস্ক পরিয়ে এমন শাস্তি দেওয়া হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে গেছেন। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের ৮ থেকে ১০  মিনিট মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। এটা সচেতনতার জন্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ থেকেই সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন।