দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলা মোড় ও সিংগা বাজারে এই অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ওইসকল পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মামুন এন্টারপ্রাইজ ১০ হাজার, ভাই ভাই এন্টারপ্রাইজ ৫ হাজার, আদনান পোল্ট্রিফিড ৫ হাজার ও নজরুল ট্রেডার্সের ৩ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক অর্পূব আধিকারী, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা স্যানেটারী কর্মকর্তা হাফিজুর রহমান।

স/শা