দুর্গাপুরে বোনের সাথে মাছ ধরতে গিয়ে ভাইয়ের মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে পানিতে ডুবে সাগর কাজী নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনাটি ঘটে।

সাগর উপজেলার পানানগর গ্রামের রইচ কাজীর ছেলে। সে পানানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার একই গ্রামের পূর্বপাড়া কামারপুকুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে। বেলা ১২টার দিকে এলাকার শত শত লোক ওই বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। সেই পুকুরে মাছ ধরতে সাগরকে সাথে নিয়ে যায় তার বোন সাথী। পুকুর পাড়ে সাগরকে রেখে সাথী বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। কোন এক সময়ে সবার অগোচরেই সাগর পুকুর পাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর সাগরের মরদেহ পুকুরে মাছধরা এক ছেলের পায়ের সাথে ধাক্কা লাগে। পরে সকলের সহযোগিতায় তাকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।