দুর্গাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি:

প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান ও জেলেদের নিবন্ধন কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক ও উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মোহাঃ শরীফউল আলম।

 

এসময় বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম শামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবু ওবাইদা মাসুম, পৌর আ’লীগের সভাপতি মুক্তিতযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ।

 

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, উপজেলা মৎস্য সম্প্রসর কর্মকর্তা সানজিদা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপিত ও উপজেলা আ.লীগের সাবেক কর্যনিবাহী কমিটির সদস্য আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ।

 

অনুষ্ঠানে ৫৮০জন কৃষকের মাঝে সার ও বীজ ও ১৮৫৪জন নিবন্ধিত জেলেদের মাঝে নিবন্ধন কার্ড  বিতরণ করা হয়।

 

স/আর