দুর্গাপুরে বাঁশ ঝাড়ে চাষ হচ্ছে আনারস

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে চাষ হচ্ছে আনারস। ওই এলাকার লেকজান বিবি তার পরিত্যাক্ত জায়গায় বাঁশ ঝাড়ের নীচে আনারস চাষ করেছেন।

এবার তার আনারস বাগানে অন্তত ১০০টি আনারস এসেছে এবার। এরই মধ্যে আনারস পাকতেও শুরু করেছে। সেগুলো বাজারজাতও করছেন তিনি।

গত ৫ মে তার বাঁশ ঝাড়ের আনারস বাগানে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি জায়গায় আনারস চাষ করেছেন লেকজান বেওয়া। সেই আনারস গাছগুলোতে ধরে আছে আনারাস। দেশিজাতের এই আনারসের ভরে মাটিতে হেলে পড়েছে গাছগুলো।

আনারসগুলোর কোনো কোনোটি পেকে হলুদ হয়ে গেছে। আবার কোনো কোনোটি পাকার অপেক্ষায় সবুজবর্ণ  হয়ে আছে। দুই-চার দিনের মধ্যেই অধিকাংশ আনারসগুলোই পেকে যাওয়ার কথা।

লেকজান বেওয়ার  আনারসগুলো যেমন খেতে মিষ্টি তেমনি সুস্বাদু।

তিনি জানান, আনারস চাষের জন্য বাড়তি কোনো পরিচর্যা কিংবা কোনো প্রকার কিটনাশক প্রয়োগের দরকার হয় না। বর্ষাকালে আনারসের কুড়ি বাঁশ ঝাড়ের মধ্যে পুঁতে রেখেছিলেন তিনি। সেখান থেকেই গাছ জন্ম দিয়ে এখন আনারস ধরছে।

স/আর